হোম > ছাপা সংস্করণ

মুয়াজ্জিনের সচেতনতায় রক্ষা পেল বাজার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় পূর্ববাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের সচেতনতায় আগুন থেকে রক্ষা পেল বাজার। স্থানীয় লোকজন জানান, হাবিবুর রহমান যদি মসজিদের মাইকে আগুনের সংবাদ না জানাতেন, তাহলে পাথরঘাটা বাজার ও আবাসিক ঘর পুড়ে ছাই হয়ে যেত।

গত সোমবার ভোর রাত তিনটার দিকে বরগুনার পাথরঘাটায় পূর্ব বাজারে মাছ বাজারসংলগ্ন আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় জয়বিশ্বাসসহ একাধিক ব্যক্তি বলেন, রাত সোয়া তিনটার দিকে মসজিদের মাইকে আগুন লাগার প্রচার শুনে ঘর থেকে বের হয়েই দেখি ঘরের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অনেকক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় কাউন্সিলর জহিরুল হক খান চিনু ও মোসাফ্ফের হোসেন বাবুল বলেন, পূর্ব বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমান মাইকে তাৎক্ষণিক আগুনের ঘোষণা না দিলে পাথরঘাটা বাজারের শতাধিক ঘর পোড়াসহ প্রানহানি ঘাটে যেত।

মুয়াজ্জিন হাবিবুর রহমান বলেন, রাতে হঠাৎ মসজিদের পাশে আগুন জ্বলতে দেখে কোনো কিছু চিন্তা না করেই মাইকে আগুনের ঘটনা জানাতে থাকি। লোকজন বলাবলি করছে আমার জন্য অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আসলে আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সংবাদ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে একটি আবাসিক বাসা ও তিনটি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত নারী সাংসদ সুলতানা নাদিরা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ