ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ৪টি মামলায় ৪ জনকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়। নবীনগর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
একই সঙ্গে অবৈধভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে ৯ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলের নিবন্ধন প্রমাণাদি না থাকায় নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অবৈধভাবে মোটরসাইকেলের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।