আগামীকাল ৫ নভেম্বর চাঁদপুরের মতলব দক্ষিণের সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৩ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনটিরপক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, সদস্যদের শপথ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক সজ্জা।
প্রধান অতিথি থাকার কথা রয়েছে মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের। বিশেষ অতিথি রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি মাকসুদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।