নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৪টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ময়মনসিংহ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার উপজেলায় জিপিএ-৫ এর রেকর্ড গড়েছে। উপজেলায় এবছর জিপিএ-৫ পেয়েছে ১৯৫ শিক্ষার্থী। যা এ যাবৎকালের সর্বোচ্চ।
জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ১২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ ও ৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গড় পাসের হার ৯৮ দশমিক ৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ শিক্ষার্থী।
তা ছাড়া ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার বলেন, তার বিদ্যালয়ে থেকে ৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা উপজেলার সর্বোচ্চ। এ ছাড়া জালশুকা-কুমোদগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।