ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ৫ জানুয়ারি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই চার ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে। উপজেলার তিনটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একটি ইউনিয়নে সাবেক চেয়ারম্যানকে নৌকা প্রতীক পেয়েছেন।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু জানান, আওয়ামী লীগের সংসদীয় ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। নৌকা প্রতীক পাওয়া ব্যক্তিরা হলেন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, মধুখালী উপজেলা কৃষক লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা এবং জাহাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. সামছুল ইসলাম বাচ্চু।
উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা জানান, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীদের জয়ী করতে সকলে মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।