হোম > ছাপা সংস্করণ

আটক ২, থানায় মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের আঁধারকোঠা মহল্লায় এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত মোসা. নিলুফার ইয়াসমিনের (৪৬) ছেলে মো. ইমরান হোসেন গত শনিবার রাতে এ মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ গৃহবধূ মোসা. নিলুফার ইয়াসমিনের লাশ উদ্ধার করে। তিনি ওই বাড়িতে অধিকাংশ সময় একাই থাকতেন। নিলুফার ওই মহল্লার প্রয়াত সেনাসদস্য মো. আবুল খায়ের মণ্ডলের স্ত্রী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নিলুফারকে মাথায় ও কপালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বাদীর স্বাক্ষর করা এজাহারের বর্ণনাতে সন্দেহভাজন হিসেবে দেলোয়ার হোসেন চৌধুরী, মো. রবিউল শেখ, জাহিদুল ইসলাম, নাহিদ আলম, মনির ও রাজু নামের ছয় ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। উল্লিখিত ব্যক্তিরা ওই বাড়িতে যাওয়া-আসা করতেন এবং তাঁরাই গৃহবধূকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছেন বলে বাদীর সন্দেহ। কিন্তু মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির কলামে কারও নাম উল্লেখ নেই। সেখানে আসামির নাম ‘অজ্ঞাতনামা কে বা কাহারা’ উল্লেখ রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গত শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার সর্বশেষ অগ্রগতি বলতে এটুকুই।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ‘একেবারে সূত্রবিহীন ও মর্মান্তিক এ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি স্পর্শকাতর হওয়ায় এ পর্যন্ত পাওয়া তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।’

জানতে চাইলে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রহমান গতকাল রোববার জানান, র‍্যাব ইতিমধ্যে চাঞ্চল্যকর ও সূত্রবিহীন এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করেছে। তবে এখনো এ ব্যাপারে বলার মতো সময় আসেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ