নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের যৌথ স্বাক্ষরিত এক পত্রে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
গত শুক্রবার পাঠানো পত্রেবলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে সহোদরকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা করে তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন আনছার আলী। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তাঁকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।