হোম > ছাপা সংস্করণ

নকল আইডি কার্ড দিয়ে নৌকার মাঝি

সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন সাতক্ষীরা ইউপি নির্বাচনে ভোটার আইডি কার্ড নকল করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। ওই কার্ড ব্যবহার করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন। তিনি বাঁশদহা ইউনিয়নের পাঁচরখি গ্রামের মফিজুর রহমান।

বাঁশদহা ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, মফিজুর রহমান ছাত্রজীবনে ঝিনাইদহে পড়াশোনা করতেন। সে সময়ে তিনি সেখানের ভোটার হন। পড়াশোনা শেষে সাতক্ষীরায় ফিরে আসলেও নিজ এলাকায় ভোটার হননি। অথচ ভোটার আইডি কার্ড নকল করে তিনি নৌকা প্রতীকের জন্য আবেদন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মফিজুল ইসলামের বাড়ি বাঁশদহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচরখি গ্রামে। ওই গ্রামের মোট ভোটার ১৩৪৪ জন। এদের মধ্যে ৬৭৭ জন পুরুষ ভোটার। কিন্তু ৬৭৭ জনের মধ্যে তাঁর নাম নেই।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। প্রার্থী যে ইউনিয়নের ভোটে অংশগ্রহণ করবেন সেখানকার ভোটার না হলে তিনি কোনো ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে নির্বাচন কমিশনে আবেদন করার পর যদি নির্বাচন কমিশন অনুমোদন দেন তাহলে পারবেন। আমি শুনেছি, তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন অনুমোদন গ্রহণের জন্য।’

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছি।’ তবে তিনি একটি মিটিংয়ে আছেন, এমন অজুহাতে দ্রুত ফোন কেটে দেন।

নির্বাচন অফিসের একটি সূত্র জানিয়েছে, মফিজুল ইসলাম বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ