মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি করেছেন ১,২, ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্যর প্রার্থী সৈয়দা পারভীন। গতকাল শনিবার তিনি ওই সংরক্ষিত ওয়ার্ডের সাইজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোট ফের গণনার দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বালিয়াখোড়া ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন সুভাষ চন্দ্র রায়। তিনি নির্বাচন শেষ হওয়ার পরে সূর্যমুখী প্রতীকের প্রার্থী জবেদা খাতুন ৬০১ ভোট এবং তালগাছ প্রতীকের প্রার্থী সৈয়দা পারভীন ৮৪১ ভোট পেয়েছেন বলে পারভীনকে বিজয়ী ঘোষণা করেন।
সৈয়দা পারভীনের সমর্থকেরা মিছিল করতে করতে অন্য কেন্দ্রে চলে যান। প্রায় আধা ঘণ্টা পর সুভাষ চন্দ্র রায় ফল শিটে স্বাক্ষর না করেই ব্যালট বাক্স নিয়ে চলে যান। একপর্যায়ে তাঁকে ফোন করে কেন্দ্রে আসতে বলা হয়। তিনি ফল শিট কাটাছেঁড়া করে জবেদাকে বিজয়ী ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে সুভাষ চন্দ্র রায় বলেন, একাধিকবার ভোট গণনা করে সবার সামনে ফল ঘোষণা করা হয়েছে।