নারায়ণগঞ্জের বন্দরে স্মার্টফোন কেনার টাকা না পেয়ে হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্দরের ২১নম্বর ওয়ার্ডের এনায়েত নগর নিজ বাড়িতে হাসানের ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় হাসানের বাবা সেলিম বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
হাসানের বাবা জানান, হাসান শহরের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায়ই বাবার কাছে স্মার্ট ফোন কেনার বায়না করতেন তিনি। কিন্তু দরিদ্র বাবার সেই সামর্থ্য ছিল না। এই অভিমানে নিজ ঘরে আত্মহত্যা করেন হাসান।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ‘পারিবারিক মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে ছেলেটি। তাঁর বাবা লাশটি ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছেন। আবেদনটি প্রক্রিয়াধীন।’