ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের করা পরমাণু চুক্তি পুনরায় শুরু করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে আলোচনা শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ খবর জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের দাবি-দাওয়ায় অটল থাকায় গুরুত্বপূর্ণ কোনো ফলের সম্ভাবনা কম বলে মনে করেন বিশেষজ্ঞরা।
দ্য টেলিগ্রাফে গত রোববার যুক্তরাজ্য ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ প্রবন্ধে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে ইরানকে বিরত রাখতে ‘রাত-দিন’ কাজ করার ঘোষণা দিয়েছেন। তাঁরা লেখেন, ‘হাতে বেশি সময় নেই। তেহরানকে থামাতে আমাদের বন্ধুদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’
এদিকে আলোচনায় ইরানের দাবি যৌক্তিক জানিয়ে তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত ঝাগরিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র যাতে চুক্তি থেকে আবার হুট করে বেরিয়ে যেতে না পারে, সে জন্য ইরান নিশ্চয়তা চাইতেই পারে। নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয়দের থেকে তেহরান যা দাবি করছে তা-ও ন্যায্য।’
২০১৫ সালে ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইইউর সঙ্গে চুক্তি করে ইরান। ২০১৮ সালে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।