ঢাকার সাভারের আশুলিয়ায় সময় মতো বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার দেওয়ান মার্কেট এলাকার জেড এ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, দীর্ঘ দিন ধরে প্রায় ৬০০-৭০০ শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করে আসছেন। প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে পরের মাসের শেষে বেতন দেওয়া হচ্ছে। এ ছাড়া বেতন এক সময়ে, আর অতিরিক্ত কর্মঘণ্টার বিল অন্য সময় পরিশোধ করছিল।
শ্রমিকেরা বলেন, তাঁরা এ বিষয়ে কিছু বললেই বাইরের লোক হুমকি-ধমকি দেয়। এমনকি মাতৃত্বকালীন ছুটির টাকা, সাধারণ ছুটির টাকা তাঁদের দেওয়া হয় না। তাঁদের দাবি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার টাকা পরিশোধ করতে হবে।
নাসির হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে সময়মতো বেতন দেওয়া হচ্ছে না। একই সঙ্গে নাইট বিল, ওভারটাইমের বিল দেওয়ার সময়ও নানা ধরনের টালবাহানা করে। প্রতি মাসেই বেতনের সময় কারখানা কর্তৃপক্ষ গড়িমসি করে। আমরা সময়মতো বেতন চাই।’
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, ‘আমরা ১০ দফা দাবি জানিয়েছি। এই মাসের বেতন আগামী ২৫ তারিখ এবং আগামী মাস থেকে ৭ কর্মদিবসের মধ্যে বেতনভাতা পরিশোধ করা হবে বলে আমাদের সঙ্গে চুক্তি হয়েছে।’
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নুরুল ইসলাম বলেন, বাইরের লোক দিয়ে ভয়ভীতি দেখানোর কোনো ঘটনা এখানে ঘটেনি। শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হলে আমরা তা মেনে নিয়েছি। শ্রমিকেরা কাজে যোগদান করবেন।