চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় কদেবানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে তাঁর ছেলে ইদ্রিস আলী (৩৫)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মল্লিকপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইদ্রিস আলীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কদেবানু ওই শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। হত্যার কাজে ব্যবহৃত কাঠটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইদ্রিস আলী মানসিক ভারসাম্যহীন। গতকাল সকালে গোসলখানার টিউবওয়েলে গোসল করছিল সে। এ সময় কদেবানু বেগম অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয় ইদ্রিস। পরে কাঠ দিয়ে মায়ের মাথায় আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ইদ্রিস। পরে পুলিশ তাকে আটক করেছে। কদেবানুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।