গাজীপুরের কালীগঞ্জে কাইয়ুম মোড়ল (২৮) নামে এক রেলওয়ের গেটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী।
এর আগে গত শনিবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কাইয়ুম মোড়ল কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার আহাদ আলী মোড়লের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে অঞ্চলের মেথিকান্দা এলাকায় অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা যায়। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার দুপুরের দিকে কাইয়ুম মোড়ল বাড়িতে একাই ছিলেন। রাতে বাড়ি ফিরে তাঁর বোন দরজায় ধাক্কা দেন। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে তিনি স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে মাফলার প্যাঁচানো অবস্থায় কাইয়ুমের লাশ দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে কাইয়ুমের লাশ উদ্ধার করে।
উপপরিদর্শক রমজান আলী বলেন, ‘খবর পেয়ে কা্ইয়ুমের লাশ থানায় আনা হয়। পরিবার তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া ফেরত দিতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’