খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমির জন্য ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।