হোম > ছাপা সংস্করণ

জনবলসংকটে বন্ধ উপজেলার একমাত্র গণগ্রন্থাগার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একমাত্র গণগ্রন্থাগার জনবলসংকটে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার বইপিপাসুরা বঞ্চিত হচ্ছেন জ্ঞানচর্চা থেকে। এ ছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে নষ্ট হচ্ছে বই ও গ্রন্থাগারে থাকা জিনিসপত্র।

সরেজমিনে দেখা যায়, গণগ্রন্থাগারের প্রবেশ পথে তালা ঝোলানো। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে গ্রন্থাগারের সামনে ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। জনসাধারণের আনাগোনা না থাকায় গ্রন্থাগারের আস্তরণে ধুলো জমে আছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস ও জনবল সংকটের কারণে গ্রন্থাগার বন্ধ রয়েছে। গ্রন্থাগারের দায়িত্বে থাকা কর্মচারী মৌলভীবাজার বদলি হওয়ার কারণে গ্রন্থাগার চালু করা সম্ভব হচ্ছে না। খুব শিগগিরই জনবল নিয়োগ করে গ্রন্থাগার চালু করা হবে।

উপজেলার একাধিক শিক্ষকেরা জানান, উপজেলার একমাত্র গণ গ্রন্থাগার বন্ধ থাকার কারণে জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়াও গ্রন্থাগারের পাশেই কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়সহ কয়েকটি স্কুল ও মাদ্রাসা রয়েছে। গ্রন্থাগার চালু করলে শিক্ষার্থীসহ বই প্রেমীরা বই পড়তে আসবেন। তাঁদের দাবি দ্রুত গ্রন্থাগারটি চালু করা হোক।

গণ গ্রন্থাগারের নিয়মিত পাঠক পিন্টু দেবনাথ বলেন, ‘গ্রন্থাগারের কমিটি গঠন করে নিয়মিত চালু করা হোক। দীর্ঘদিন গ্রন্থাগার বন্ধ থাকার কারণে অনেক সংস্কৃতি প্রেমীরা খালি হাতে ফেরত যান।’

এ গ্রন্থাগারের দাতা সদস্য আব্দুল হান্নান বলেন, ‘মেধা বিকাশে গ্রন্থাগারের বিকল্প নেই। আগের মতো গ্রন্থাগার চালু করে সকল শ্রেণির মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়া হোক।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক আজকের পত্রিকাকে বলেন, কোভিড ও জনবল সংকটের কারণে আপাতত গ্রন্থাগারটি বন্ধ রয়েছে। কয়েক দিনের মধ্যে জনবল নিয়োগ করে গ্রন্থাগার চালু করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ