হোম > ছাপা সংস্করণ

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ট্রাক, আহত ২

শাহীন রহমান, পাবনা

ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলের ভেতর ঢুকে পড়েছে। ট্রাকের ধাক্কায় হোটেলের একটি দেয়াল ধসে যাওয়াসহ ভেতরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ট্রাকের চালক তাঁর সহযোগী গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়ির চাল বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা যাচ্ছিল। ট্রাকটি রাত সাড়ে তিনটার দিকে বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণহীন ট্রাকটি বাসস্ট্যান্ডের পশ্চিমাংশে অবস্থিত হোটেল তাজমহলের দক্ষিণ দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক আল আমিন (২৯) ও তাঁর সহযোগী মিনহাজ (২১) ট্রাকের ভেতর আটক পড়েন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক ও তাঁর সহযোগীকে ট্রাকের বডি কেটে উদ্ধার করা হয়। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেল তাজমহলের মালিক ইমরান হোসেন বলেন, দেয়াল ভেঙে ট্রাকের প্রায় বেশির ভাগ হোটেলের ভেতর ঢুকে গেছে। এতে হোটেলের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন ফার্নিচারের ক্ষতি হয়েছে। হোটেলের ছাদেও ফাটল ধরেছে। এ ছাড়া ট্রাকের আঘাতে হোটেলের পাশে থাকা ফলের দোকান, চায়ের দোকান ও মোবাইল রিচার্জের দোকানের ক্ষতি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ