লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা ভাঙন থেকে বাঁচতে নদীর পাড়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায় এই দোয়ার আয়োজন করে ‘কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন।
দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় সংগঠনটির আহ্বায়ক আবদুস সাত্তার পালোয়ান, উদ্যোক্তা ইমরান হোসেন শাকিল প্রমুখসহ শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, তিন দশকের বেশি সময় ধরে কমলনগর ও রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙনে প্রায় ২৫০ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।
এ অবস্থায় স্থানীয়দের আন্দোলন ও দাবির ভিত্তিতে ২০২১ সালের ১ জুন একনেকের সভায় রামগতি ও কমলনগর উপজেলার ৩১ কিলোমিটার নদীতীর রক্ষাবাঁধের জন্য প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
গত ৯ জানুয়ারি পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের কাজের উদ্বোধন করা হলেও কোনো কাজ হয়নি। বাজেটে বরাদ্দ করা টাকা ছাড় না পাওয়ায় বালুসংকটের অজুহাত দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ বন্ধ রেখেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, বালুর সংকট ও বরাদ্দের টাকা ছাড় না হওয়ায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তা ছাড়া বরাদ্দটি এত দিন ‘সি’ ক্যাটাগরিতে ছিল। এখন ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। এখন খুব শিগগিরই কাজ শুরু করা যাবে।