মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে দারোরা বাজারে ‘১৯ নম্বর দারোরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য নাজিম উদ্দিন, মমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসেম।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সাতটি উন্নয়নমূলক প্রকল্প দেখিয়ে আনুমানিক ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে কাজিয়াতল গ্রামের হুমায়ুন কবির মুন্সী গত ১৪ নভেম্বর কুমিল্লার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশকে। তিনি গতকাল রোববার ইউনিয়ন পরিষদে আসেন। ইউএনও বলেন, ‘অভিযোগকারী উপস্থিত না থাকায় তদন্ত কার্যক্রম করা সম্ভব হয়নি। তারপরও অভিযোগ কারীর বক্তব্য থাকলে লিখিত ভাবে দাখিলের জন্য বলা হয়েছে।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেন।