হোম > ছাপা সংস্করণ

ইউপি ১৬, নৌকাপ্রত্যাশী ১২৮

শাহীন রহমান, পাবনা

যশোরের মনিরামপুরে ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়েছেন ১২৮ জন। গড়ে আটজনে নৌকা চেয়েছেন। এর মধ্যে হরিদাসকাটিতে একটি পদে সর্বোচ্চ ১৮ জন মনোনয়নপ্রত্যাশী নৌকার জন্য আবেদন করেছেন। আর খেদাপাড়ায় নৌকা চান ১৬ জন।

গত শুক্র ও শনিবার উপজেলার ১৬টি ইউনিয়নে প্রার্থী বাছাই নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুরের রোহিতা ইউনিয়ন থেকে ৮ জন, ভোজগাতী ও মনিরামপুর সদর থেকে ৪ জন করে ৮ জন, হরিদাসকাটি থেকে ১৮ জন, খেদাপাড়া থেকে ১৬ জন, ঝাঁপা থেকে ৯ জন, মশ্মিমনগর থেকে ৮ জন, চালুয়াহাটি থেকে ১১ জন, শ্যামকুড় থেকে ৫ জন, দূর্বাডাঙা থেকে ৩ জন, কাশিমনগর, ঢাকুরিয়া, খানপুর, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর থেকে ৭ জন করে নৌকা প্রতীকের জন্য নথি ও আবেদন জমা দিয়েছেন।

আলোচিত নৌকাপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন রোহিতায় হাফিজ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আনছার সরদার ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন লিটন, কাশিমনগরে স্বপন দাস, তৌহিদুর রহমান, আশরাফুল আলম মিন্টু; ভোজগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম ও যুবলীগের শরিফুল ইসলাম রিপন; ঢাকুরিয়ায় বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী, জি এম মঞ্জুরুল হাসান সাজ্জাত ও বাবলু সিংহ; হরিদাসকাটিতে বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, আলমগীর কবীর লিটন, সাবেক চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস ও সাংবাদিক রাহুল রায় রয়েছেন।

মনিরামপুর সদরে শহিদুল ইসলাম শাহিন, এয়াকুব আলী গাজী, মনিরুজ্জামান মিল্টন ও প্রভাষক নূরুল হক; খেদাপাড়ায় আব্দুল আলিম জিন্নাহ, বর্তমান চেয়ারম্যান আব্দুল হক ও শহিদুল ইসলাম; ঝাঁপায় বর্তমান চেয়ারম্যান শামছুল হক, স ম আলা উদ্দীন, আবুল বাশার চাকলাদার, শিপন সরদার ও সিরাজুল ইসলাম; মশ্মিমনগরে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, ফেরদৌস রানা ও শাহরিয়ার আলম খান কাবিল; চালুয়াহাটিতে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, আবুল হোসেন ও শহিদুল ইসলাম মিলন আবেদন জানিয়েছেন।

শ্যামকুড়ে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমগীর হোসেন ও হাসেম আলী; খানপুরে বর্তমান চেয়ারম্যান গাজী মোহাম্মদ, আবুল কালাম আজাদ মিলন, গোলাম মোস্তফা মিঠু ও অধ্যক্ষ মিলন ঘোষাল; দূর্বাডাঙায় অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য ও বর্তমান চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার; কুলটিয়ায় বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, প্রবীর ধর ও মনোহর মণ্ডল; নেহালপুরে রুহুল আমিন ও ফারুক হুসাইন এবং মনোহরপুরে কালীপদ মণ্ডল, বর্তমান চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান ও সাবেক চেয়ারম্যান মুহিতুজ্জামান বিশ্বাসের নাম উল্লেখযোগ্য।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ