হোম > ছাপা সংস্করণ

বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট না দেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাতে বিজয়ী ইউপি সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা। উপজেলা প্রেসক্লাবের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী সম্পা রানী দাশের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় এ হামলা চালায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া এলাকার সমর দাশ লিখিত বক্তব্যে বলেন, ‘ভোট না দেওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন মালেকা বেগম।’

তিনি বলেন, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে তাঁর আত্মীয় সম্পারাণী দাশের পক্ষে নির্বাচনে কাজ করায় মালেকা বেগম ও তার স্বামী নানু মিয়া তাঁদের হুমকি দিয়ে আসছেন। কিছুদিন আগে তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ মালেকা বেগম তাঁকে অকথ্য ভাষায় গালি দেন। এ সময় তাঁর শার্টের কলার চেপে ধরেন এবং মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিধান দাশ জানান, মালেক বেগম সমর দাশকে মারধর করেন। এ সময় তাঁরা সমরকে উদ্ধার করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপির সদস্য মালেকা বেগম বলেন, ‘আমি তাঁদের নির্যাতন করিনি। আমার নামে মিথ্যা কথা বলছে। বরং তারাই আমাকে বলে প্রশাসনকে টাকা খাইয়ে আমি ভোটে নির্বাচিত হয়েছি।’

সংবাদ সম্মেলনে ছিলেন সম্পা রানী দাশ, প্রাণকৃষ্ণ ভট্রাচার্য, শ্রী কৃষ্ণ দাশ, দীপক চন্দ্র দাশ, অমর দাশ, উষা রানী দাশ, মধু দাশ, শান্তি রানী দাশ, অঞ্জনা রানী দাশ, সুমি রায়, নিয়তি দাশ, রিতা দাশ, অজিত দাশ প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ