জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও থাপ্পড় মারার প্রতিবাদে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বীর হলকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। মানববন্ধনে বক্তব্য দেন মাদারের চর এজিআই দাখিল মাদ্রাসার সুপার মো. হাসমত আলী, হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাঁন মিয়া, শাহজাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ফরহাদ হোসেন, বাঘারচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক শাহ মুহাম্মদ তাপস আহসানসহ অনেকে।