সিরাজগঞ্জের তাড়াশে স্বামী বাচ্চু শেখের (৫৫) নিখোঁজ হওয়ার খবরে স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) হৃদ্রোগে মারা গেছেন। গতকাল রোববার ভোরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
মর্জিনা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। এ ঘটনায় গতকাল রোববার সকালে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামের বাচ্চু শেখ একই এলাকার উলিপুর গ্রামের একটি পুকুর পাহারার দায়িত্বে ছিলেন। প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদ্রোগে মারা গেছেন।