মাদক ও জুয়া বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গত শনিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা-হাটখলা সড়কের কুনিয়া ফজরেন্নছা উচ্চ বিদ্যালয় মোড়ে এ কর্মসূচি হয়। কুনিয়া ইয়ুথ গ্রুপের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ, কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আকন্দ, নবনির্বাচিত ইউপি সদস্য ও ফোরাম সদস্য সুমাইয়া সিদ্দিকা, নারী দলের সভাপতি লিপি আক্তার, ফোরাম সভাপতি মো. কবির তালুকদার, ইয়ুথ প্রতিনিধি মাসুম, পুস্প ও সজীব।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন-মাদক, জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।