একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া। উপজেলা আওয়ামী লীগের সদস্য পদও পান। কিন্তু এবার দ্বিতীয় ধাপে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলী সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়য় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী। এ কারণে তাঁকে দল বহিষ্কার করেছে।
এদিকে মোহাম্মদ আলী বলেন, আমি জনপ্রিয়তার নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছি না। আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেনকে পরাজিত করব। তিনি আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করেন।