রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ৬টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গত রোববার গভীর রাতে ৫ নম্বর ওয়ার্ড খাগড়াছড়ি শামসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দৌড়ে পালাতে গিয়ে আহত হয়েছেন ৩ নারী।
এদিকে হাতির আক্রমণের খবর পেয়ে ঘর থেকে জীবন নিয়ে ফিরে আসলেও নষ্ট করেছে ঘরে থাকা ধান-চাল। বন্য হাতিরা এসব খাবার খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্তরা হলেন মো. আ. হামিদ (৪০) ও আবুল কাসেম (৫০) ও মো. রুস্তম (৩৫), ফুলবানু (৪৫)। এদিকে দৌড়ে পালাতে গিয়ে ফুলবানু (৪৬), ফুলজান বেগম (৪০) ফাতেমা বেগম (৪০) গুরুতর আহত।
স্থানীয় ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিন নারীকে লংগদু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।