হোম > ছাপা সংস্করণ

দলবদ্ধ ধর্ষণের আসামি ধরতে গিয়ে মারধরে আহত কনস্টেবল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কবরস্থানের ভেতর এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর মরকুন কবরস্থানের ভেতর ধর্ষণের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক আসামির পরিবারের সদস্যদের হাতে আহত হন পুলিশ সদস্য আমজাদ শরিফ। তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের বাবুল হোসেন বাবু (২৭) ও টঙ্গীর মরকুন এলাকার আসাদুজ্জামান শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে। তবে মরকুন এলাকার রিপন মিয়া (৪০) পলাতক রয়েছেন।

নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। রাতেই অভিযান চালালে শাওনের পরিবারের সদস্যরা কনস্টেবল আমজাদ শরিফকে মারধর করেন।

পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গতকাল বুধবার ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে একটি মামলা করেন এসআই নজরুল ইসলাম। পরে মরকুন এলাকা থেকে শাওনের বাবা লুৎফর রহমান কালু (৬০), মা ফাতেমা বেগম (৪৫) ও সনি আক্তার রিয়া (৪০) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী নারী জানান, প্রায় সাত মাস আগে ফেসবুকে পরিচয় সূত্রে শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাতে ফোন পেয়ে শাওনের বাসায় যাওয়ার পথে মুখে গামছা চেপে মরকুন কবরস্থানের ভেতরে শাওনের বন্ধু বাবু ও রিপন দলবদ্ধ ধর্ষণ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ