ছাতকের ভাতগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আওলাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৫ হাজার ৩৪৭ ভোট। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ নির্বাচন। এতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মো. লিক্সন মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৫ ভোট।
এ ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন ভোটযুদ্ধে অংশ নেন। প্রথম ধাপে তফসিল ঘোষিত হওয়া এই ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে প্রথম দফায় ওই ইউপি নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীকালে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর এই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এখানে পুরুষ ভোটার ১০ হাজার ৪৯০ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৯৪৭ জন। এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪৩৭।