উজিরপুরে ৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার সকালে মানবিক ও বিকেলে বাণিজ্য এবং গত রোববার বিজ্ঞান বিভাগের পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭১০ জন পরীক্ষার্থী। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উজিরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছেন ৪ হাজার ৮১১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০১ শিক্ষার্থী।
সরকারি ডব্লিউ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহে আলম জানান, স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম জানান, রোববার ও সোমবার এসএসসি, দাখিল পরীক্ষায় অনুপস্থিতদের মধ্যে মেয়ের সংখ্যাই বেশি।