ঘাটাইলের ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ আতাউর রহমান খান।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সুমন খান বাবু এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।
এ সময় প্রধান অতিথি আতাউর রহমান খান কলেজের জন্য একটি নতুন চারতলা ভবন, ক্যাম্পাসের চারপাশে সীমানা প্রাচীর ও কলেজের গেট করে দেওয়ার ঘোষণা দেন।