ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মো. হানিফ আহাম্মেদ বাবুকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা-পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
ফুলগাজী থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি হানিফ আহমেদ বাবু। ওই মামলায় নিয়মিত হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মুন্সিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. হানিফ আহমেদ বাবু ২০১৭ সালে গাড়ি পোড়ানো এবং নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে জেলহাজতে পাঠানো হয়।