ময়মনসিংহ নতুন বাজার রেল ক্রসিং সংলগ্ন সিটি করপোরেশনের জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এ নিয়ে চতুর্থবারের মতো কাজ বন্ধ করেন সিটি করপোরেশনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে অবৈধ ভবন নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভবন মালিক আব্দুর রহিমের উদ্দেশ্যে বলেন, নিয়ম নীতি না মেনে পুনরায় নির্মাণকাজ শুরু করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল উপস্থিত ছিলেন।