গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে কলেজের হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থী প্রদীপ চন্দ্র দীপের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সাবেক অভিভাবক প্রতিনিধি আইয়ুব আলী, সহকারী অধ্যক্ষ বেলাল উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান সিরাজ, আব্দুল লতিফ, প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিলু, লোকমান হোসেন, শামীম পারভেজ, আসাব উদ্দিন, মিজানুর রহমান হেলোয়ার, মোস্তফা, রিপন আহমেদসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।