পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টি গ্রামের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন পটুয়াখালী ৪ আসনের সাংসদ মহিববুর রহমান। বিতরণকালে সাংসদের সহধর্মিণী কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা অসহায় মানুষের হাতে হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার প্রমুখ।
কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ধুলাসার ইউপির বিভিন্ন গ্রামে শীতার্ত মানুষের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি।’