দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন রাণীশংকৈলসহ বিভিন্ন উপজেলার শতাধিক সংবাদকর্মী।
ঠাকুরগাঁওয়ের আমলি আদালতে সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করার সাড়ে তিন মাস পর গত ১৭ নভেম্বর ঠাকুরগাঁও থেকে প্রকাশিত দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাকেরুল্লাহ, পত্রিকার পীরগঞ্জ সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুলের বিরুদ্ধে এই মামলা করেন পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা খয়রাত আলী।
প্রতিবাদ সমাবেশে রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, মোবারক আলী, আশরাফুল আলম, ছবিকান্ত দেব, এ কে আজাদ, আনোয়ার হোসেন আকাশসহ সাংবাদিক নেতারা।