মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুলছাত্রী অপহরণের চার দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণের অভিযোগে শরিফুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৪। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার দৌলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শরিফুল ওই এলাকার বাসিন্দা।
মানিকগঞ্জ অঞ্চলের র্যাব-৪-এর আঞ্চলিক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, ফেসবুকে মাধ্যমে সিঙ্গাইরের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের শরিফুল ইসলামের। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ সুবাদে গত রোববার বাড়ির অদূরে সিঙ্গাইরের চারিগ্রাম বাজারের কাছে দেখা করতে আসেন শরিফুল।
আরিফ হোসেন বলেন, সেদিন বিকেলে ওই ছাত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় শরিফুল। পরে গত বুধবার নিখোঁজ স্কুলছাত্রীর মা সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ভালুকা থেকে শরিফুল ইসলামের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং শরিফুলকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটক শরিফুলকে সিঙ্গাইর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ছাত্রীর মায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।