সাতকানিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের এয়ারকুলারের ভেতর থেকে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মেথ বা আইসসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন। তাঁরা দুজন গাড়িচালক ও তাঁর সহকারী।
উদ্ধারকৃত ২ কেজি ওজনের আইসের বাজারমূল্য ১০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। এ সময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক।
গত শুক্রবার রাত ৮টার দিকে সাতকানিয়া থানা কম্পাউন্ডে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নম্বর-৭-এর আনজুর হোসেন ছেলে জাহিদ আলম (২০)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার আঁধার মানিক দরগাহের সামনে একটি মিনি ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৪২) সংকেত দিয়ে থামানো হলে কৌশলে চালক পালানোর চেষ্টা করে। পরে চালক ও হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ারকুলারের ভেতর থেকে উন্নত মানের পলি প্যাকেট ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
জিকু আরও জানান, মো. আরিফুর রহমান নামের একজন এনজিও কর্মকর্তা টেকনাফ থেকে ঢাকায় বদলি হওয়ায় বাসার আসবাবপত্র নেওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। এ সুযোগে গাড়ির চালক ও হেলপার মিলে এসব ভয়ংকর মাদক উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, উপপরিদর্শক শেখ সাইফুল আলম ও উপপরিদর্শক জাকির হোসেন।