চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৬৬ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার কাশেম মাহবুব উচ্চবিদ্যালয় মাঠে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার, চেয়ারম্যান হাবিবুর রহমান, আমিন আহমেদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, কৃষক লীগের নেতা নবাব আলী প্রমুখ।