আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন সরদার, নিত্যনন্দ মজুমদার, বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি প্রমুখ।
সভায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।