হোম > ছাপা সংস্করণ

এবার মিঠুন ও দেবের সঙ্গে তাসনিয়া ফারিণ

পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাসনিয়া ফারিণের। আবারও টালিউড সিনেমায় দেখা যাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে। এবার অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে। এ সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র করছেন মিঠুন চক্রবর্তী। ‘প্রতীক্ষা’ নামের সিনেমাটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।

নির্মাতা জানান, পারিবারিক গল্প নিয়ে তৈরি হবে প্রতীক্ষা। এতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন ও দেবকে। এর আগে অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায়ও একই ভূমিকায় দেখা গিয়েছিল দুই অভিনেতাকে। তবে ভূমিকা এক থাকলেও প্রতীক্ষায় বদলেছে প্রেক্ষাপট। প্রতীক্ষা সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরী বলেন, ‘প্রজাপতি ও প্রতীক্ষা—দুই সিনেমার প্রেক্ষাপট একেবারে ভিন্ন। মিলের জায়গা একটাই, এতেও তাঁরা বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করছেন।’

তবে সিনেমার কাহিনি নিয়ে এখনই কিছু জানাতে নারাজ পরিচালক ও প্রযোজক। দেবের নায়িকা হিসেবে ফারিণকে নেওয়া প্রসঙ্গে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়া ফারিণকে প্রযোজক নির্বাচন করেছেন। আমারও ওর অভিনয় ভালো লাগে। প্রতীক্ষা সিনেমার চরিত্রটির সঙ্গে ও খুব মানিয়ে যাবে। এ ছাড়া দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম। সে কারণে ফারিণকে নেওয়া হয়েছে।’

পরিচালক আরও জানান, প্রতীক্ষা সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস। আগামী নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। ফারিণের প্রথম সিনেমা আরও এক পৃথিবীর শুটিংও হয়েছিল লন্ডনে। তাই পরিচিত পরিবেশেই শুটিং করার সুযোগ পাচ্ছেন ফারিণ।

আরও এক পৃথিবীর পর ‘পাত্রী চাই’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছিলেন ফারিণ। তবে পরবর্তী সময়ে বাজেটসংক্রান্ত কারণে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি। সম্প্রতি সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী জানান, বাংলায় নয়, পাত্রী চাই নির্মিত হবে হিন্দিতে। তবে সিনেমায় ফারিণ থাকছেন কি না, তা নিশ্চিত করেননি নির্মাতা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ