মুলাদীতে নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের ফরিদ ভূঁইয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই এটা করা হয় বলে অভিযোগ করেছেন ফরিদ ভূঁইয়ার ছেলে আতাউর রহমান আলাউদ্দীন।
বাটামারা ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে পারভীন আক্তার পরাজিত হওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা এই হামলা চালান বলে দাবি করেছেন আতাউর। পারভীন আক্তারের স্বামী বাদল ভূঁইয়া হামলার কথা অস্বীকার করেছেন।
আতাউর রহমান বলেন, ‘বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা জান্নাতুল মাওয়ার বই প্রতীকের পক্ষে কাজ করেছি। নির্বাচনে তিনি বিজয়ী হন। গত রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ওই ওয়ার্ডের পরাজিত মহিলা প্রার্থী পারভীন আক্তারের স্বামী বাদল ভূঁইয়ার নেতৃত্বে ৮-১০ জন আমাদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং দরজা জানালা কুপিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। বাড়িতে ছিলেন মা ও বাবা। আতঙ্কিত হয়ে বাবা আমাদের ভাইদের সংবাদ দেন। তখন পুলিশকে বিষয়টি জানাই। পরে মুলাদী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।’
এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে সোমবার দুপুরে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।
বাদল ভূঁইয়া হামলার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কিংবা আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা চালাইনি। বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরা বরং আমার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানির করার চেষ্টা করছে।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, ‘চরবাটামারা এলাকায় বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথার কাটাকাটি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও অভিযোগ থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’