সাতক্ষীরায় দুই দিনব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা `হৈমন্তী হাট’র উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা শবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গন’র আয়োজনে গতকাল সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহসভাপতি নাসরিন খান লিপি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্যসচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, রওশন জাহান রুপা, তানজিনা আহমেদ মৃদুলা, রিক্তা প্রমুখ।