রংপুর প্রতিনিধি
দেশে ক্রমবর্ধমান শিল্পায়নসহ বিভিন্ন খাতে প্রতিনিয়ত জ্বালানির চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে পরিবেশবান্ধব টেকসই এবং নবায়নযোগ্য শক্তি উদ্ভাবন করা প্রয়োজন। এ জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে অধিকতর গবেষণা করতে হবে।
গতকাল রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে টেকসই ও নবায়নযোগ্য শক্তির উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।