হোম > ছাপা সংস্করণ

২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধি, সারিয়াকান্দি (বগুড়া) 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র শিহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন।

বেলা দুইটার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা পশ্চিমপাড়ায় বাঙালি নদীর নয়াপাড়া ঘাট থেকে শিহাবের লাশ উদ্ধার হয়। সারিয়াকান্দি থানার চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পরিদর্শক দূরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিহাব উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বরইকান্দি গ্রামের মিঠু মিয়ার ছেলে।

দূরুল হুদা আরও বলেন, বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিহাব। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা পশ্চিমপাড়ায় বাঙালি নদীর নয়াপাড়া ঘাটে গোসল করতে নামে। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ভেলাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বাঁশহাটা গ্রামের বাসিন্দা রুবেল মণ্ডল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার গ্রামের অন্য তিন শিশুর সঙ্গে শিহাব বাঙালি নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানার কারণে নদীর স্রোতের তোড়ে ও ঘূর্ণাবর্তে শিহাব পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা তীরে উঠে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে খোঁজাখুঁজি শুরু হয়। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী থেকে ডুবুরি দল ডাকেন। গতকাল বুধবার ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশি অভিযানের একপর্যায়ে লাশটি উদ্ধার করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ