গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন শামীম (মোটরসাইকেল) ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম খোকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা মাওনা চৌরাস্তা এলাকায় শামীম চক্ষু হাসপাতালে এ সংবাদ সম্মেলন করেন সাখাওয়াত হোসেন শামীম। এ সময় তিনি বলেন, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী আশ্রাফুল ইসলাম খান কাশেম, নাজিম ভূঁইয়া, কাজিম উদ্দিনসহ তাঁর বেশ কয়েকজন কর্মী তাঁর নির্বাচনী প্রচারে বাধা দিয়েছেন। এ ছাড়গা তাঁরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
শামীম বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আমি শঙ্কিত রয়েছি। নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমার কর্মীদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।’