মেহেরপুরে এক নারীর বিরুদ্ধে আলাদা নামে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচন অফিসের দাবি, দ্বিতীয় স্বামীর পেনশনের টাকা তুলতে নাম, ঠিকানা ও বয়স গোপন করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন ওই নারী। তার বিরুদ্ধে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
তাঁর দ্বিতীয় স্বামীর প্রথম পক্ষের দ্বিতীয় সন্তান এই বিষয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ করলে বিষয়টি সামনে আসে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পরিচয়পত্রে তাঁর নাম মোছা. নাজমা খাতুন এবং দ্বিতীয়টিতে তাঁর নাম মনোয়ারা বেগম। দ্বিতীয় পরিচয়পত্রে নামের পাশাপাশি ঠিকানা, বয়স ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন।
অভিযুক্ত নারী জানান, প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ২০১৩ সালের ৬ ডিসেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামী সেনাবাহিনীতে চাকরি করতেন। ২০১৯ সালের ১৭ এপ্রিল তার দ্বিতীয় স্বামী মারা যান। মূলত দ্বিতীয় স্বামী পেনশনসহ অন্যান্য সুযোগ–সুবিধা নেওয়ার জন্য পরিচয়পত্রটি তৈরি করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবীর আহমেদ জানান, দুটি জাতীয় পরিচয়পত্র করা ব্যক্তি একজনই। বিষয়টি প্রতারণার শামিল। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলার প্রস্তুতি চলছে। তা ছাড়া তাঁর প্রথম পরিচয়পত্রটিই বহাল থাকবে।