হোম > ছাপা সংস্করণ

আমনে বাম্পার ফলনের আশা

তামিম আদনান, দৌলতপুর (কুষ্টিয়া)

আগাম জাতের আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকেরা। ধান ঘরে তুলতে প্রতিদিনই কাজ করছেন কয়েক শ শ্রমিক। উপজেলার প্রতিটি ফসলের মাঠে এমন দৃশ্য চোখে পড়ে। এ বছর আমনের ফলন আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। পাশাপাশি বাম্পার ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে দৌলতপুরে প্রায় ২০ হাজার হেক্টর রোপা আমনের চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের এক হাজার ৭৭৪ হেক্টর, উফশী জাতের ১৮ হাজার ৬৬ হেক্টর এবং স্থানীয় জাতের ১০ হেক্টর আমন চাষ হয়েছে। এ বছর দৌলতপুর উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮ হাজার ৯৪১ মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় হেক্টর প্রতি ৫ টন করে ধান পাওয়ার প্রত্যাশা উপজেলা কৃষি বিভাগের।

সরেজমিন দেখা যায়, খেতে কৃষক যে ধান কাটছেন তার মধ্যে সবচেয়ে বেশি আগাম জাতের আমন। এ ছাড়া স্থানীয় জাতের কিছু ধানও রয়েছে। কৃষক আকিজ হোসেন বলেন, এ বছর দুই বিঘা জমিতে আগাম জাতের আমন ধান আবাদ করেছি। মাঝে পোকার আক্রমণ হয়েছিল। তব সব মিলিয়ে এবার ফলনও ভালো হয়েছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভূগোল হোসেন বলেন, এখনো পুরোপুরি ধান কাটা শুরু হয়নি। আগাম যাদের ধান পেকেছে তারাই কাটছে।

কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান কাটা শুরু হয়েছে, এর মধ্যেই ধানের দাম কমে গেছে। এই অবস্থা চলতে থাকলে কোনো উপায় নেই। তার মধ্যে আবার ডিজেলের দাম বেড়ে গেল। সামনে বোরো মৌসুম, এই সময় কী চাষ করব বুঝে উঠতে পারছেন না তারা।

হোসেনাবাদ বাজারের ধানের আড়তদার ইয়াদালী মন্ডল বলেন, প্রতিমণ ধান কেনা হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়।

গত ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে। এ সময়ে ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে। সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ধান প্রতিকেজি ২৭ টাকা ও চাল প্রতিকেজি ৪০ টাকা।

এদিকে দৌলতপুরে উপজেলা চাল সংগ্রহের জন্য কৃষকদের ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। পরে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে কারা এ ধান বা চাল দেবে।

সার্বিক বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, এবার প্রায় এক হাজার ৩০০ মেট্রিকটনের মতো ধান সংগ্রহ করা হবে। কৃষকদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ