ঝালকাঠিতে গত নভেম্বর মাসে ২টি ধর্ষণ, ৪টি নারী নির্যাতন, ২টি সিঁধেল চুরি, একটি সড়ক দুর্ঘটনায়, ১৩টি মারামারি, ১৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট ৫০টি মামলা হয়েছে। ৩৯ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।
গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জোহর আলী সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই তথ্য জানানো হয়েছে।
এই সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী ভ্রাম্যমাণ আদালতের প্রতিবেদন উপস্থাপন করেন। গত নভেম্বর মাসে ৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৬৪টি মামলা হয়েছে এবং ৫ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই মামলার মধ্যে ৫১টি দণ্ডিত করে এই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এর আগের মাসে ১৪০টি ভ্রাম্যমাণ আদালতের আওতায় ১৩০টি মামলা হয়েছে। ৬৩ জনকে দণ্ডিত করে ৬ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।