শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটিতে মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী টুটুলকে সভাপতি, মো. রাহাত মঈন উদ্দিন মুন্নাকে সাধারণ সম্পাদক, মো. জালাল উদ্দিন রুয়েলকে সিনিয়র সহসভাপতি, মো. আব্দুল কাইয়ুমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মোহন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ৯ অক্টোবর ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের মাঠে ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন রুয়েল। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজল উদ্দিন তালুকদার।