সামনেই বড়দিন। কিন্তু ভেবেছ কি, বন্ধুদের জন্য কোন উপহারটি বানাবে? একটা বুদ্ধি নেবে? ক্রিসমাস ট্রি বানাও না! উপকরণ সব তোমার হাতের নাগালেই আছে।
যা যা লাগবে
চলো বানাই
প্রথমে ছোট, মাঝারি ও বড় আকারে ত্রিভুজের মতো করে কেটে নাও সবুজ রঙের আর্ট পেপার। এবার গাঢ় সবুজ রঙের আর্ট পেপার এমনভাবে কাটো, যাতে এটা দিয়ে ক্রিসমাস ট্রির গোড়া বানানো যায়।
কাটাকাটি হয়ে গেলে এবার আইকা নিয়ে বসো। গাছের গোড়ার ওপর প্রথমে বড় ত্রিভুজ লাগাও। এবার তার ওপর মাঝারি ত্রিভুজ লাগাও আইকা দিয়ে। এরপর একইভাবে ছোট ত্রিভুজটা লাগিয়ে নাও। সবার ওপর হলুদ কাগজ কেটে তারা বানিয়ে লাগিয়ে নাও। ক্রিসমাস ট্রি বানানো শেষ।
এবার মনের মতো সাজিয়ে নাও গাছটি। এই ক্রিসমাস ট্রি চাইলে কার্ডের ওপর বসিয়ে নিতে পারো আবার বুক মার্কার হিসেবেও বন্ধুকে উপহার দিতে পারো কিন্তু।